Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে টানা তৃতীয় দিনে উপাচার্যবিরোধী শিক্ষকদের অবরোধ


২৬ জুলাই ২০১৮ ১৬:১২

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো দুই প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন উপাচার্যবিরোধী আওয়ামীপন্থী শিক্ষকরা। গত দুই দিনের মতো বৃহস্পতিবারও (২৬ জুলাই) সকাল ৮টার দিকে অবরোধ শুরু করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।

শিক্ষক সংগঠনটির যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার বলেন, ‘আমাদের দাবি পূরণে অবরোধ কর্মসূচি পালন করছি। আজ সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

গত মঙ্গলবার (২৪ জুলাই) থেকে ‘শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন, জাকসু নির্বাচন, বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদান’সহ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছে আওয়ামীপন্থী শিক্ষকদের এই অংশটি।

এদিকে, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া প্রবেশিকা অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা থেকে সরে এসেছে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। তবে অনুষ্ঠান বর্জন করেছেন তারা। বুধবার দিবাগত রাতে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন-

জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ দ্বিতীয় দিনে, অস্থিতিশীলতার আশঙ্কা

উপাচার্যবিরোধী অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর