Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মামলায় বাকি যুক্তিতর্ক বুধবার


২৬ ডিসেম্বর ২০১৭ ১৬:৪০

স্টাফ রিপোর্টার

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে  যুক্তিতর্কের শুনানি অাজকের মতো শেষ হয়েছে। বুধবার সকালে বাকি যুক্তিতর্ক আবারও শুরু হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে দুই মামলার হাজিরা দিতে আদালতে যান খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী  আব্দুর রেজ্জাক খান ১১ টা ৩০ মিনিট এ  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক শুরু করেন। বিকেল ৪টার দিকে আজকের মতো যুক্তিতর্ক শেষ হয়।

ঢাকার বিশেষ জজ ড. মো.আখতারুজ্জামানের আদালতে খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান এ যুক্তিতর্ক তুলে ধরেন।দুদুকের ১৩ তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর জন্য আদালতে তারা যুক্তি তুলে ধরেন।

খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে আদালতে প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেখানে বসানো হয়ে স্ক্যানার, দেওয়া হয় বাঁশের ব্যারিকেড। এছাড়া বকশীবাজার, হাইকোর্ট এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, খন্দকার মাহবুব হোসেন, সুপ্রীমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ আর অনেকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন দুদুকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

গত মঙ্গলবার দুদকের পক্ষে যুক্ততর্ক শুনানি শেষ হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন দাবি করে তিনি আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

খালেদা জিয়া ছাড়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা জামিনে আছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

সারাবাংলা/এআই/টিএম/একে

খালেদা জিয়া দুদক বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর