Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সমাজসেবামূলক কাজে অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না’


২৬ জুলাই ২০১৮ ২০:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান জেলা প্রশাসকদের বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, সমাজসেবা হচ্ছে সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে নিজের জেলায় কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজসেবামূলক কাজে দায়িত্বে কোনো অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন ২০১৮-এর কার্য অধিবেশন সংক্রান্ত সভায় উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকদের উদ্দেশে কথাগুলো বললেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা জেলার সমাজসেবামূলক কাজের ২৩টি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব কেবল তাদের রুটিন দায়িত্ব নয়, এটি হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল  স্রোতে তুলে আনার দায়িত্ব। সমাজসেবা কোনো দয়ার কাজ নয়।

সম্মেলনে নরসিংদীর জেলা প্রশাসক নরসিংদীতে সরকারি শিশু পরিবারের জরাজীর্ণ বিল্ডিং ও সেখানকার কর্মকর্তার পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নরসিংদীর শিশু পরিবারটির মেরামতের জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান।

গাজীপুরের জেলা প্রশাসক গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের একটি প্রিজন ভ্যানের প্রয়োজনীয়তা ও সেখানে অবস্থিত শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রটির জীর্ণ অবস্থার কথা তুলে ধরলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে মাত্র তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এগুলোতে প্রিজন ভ্যান দেওয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একটি করে শিশু উন্নয়ন কেন্দ্র  প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞাপন

বরিশালের বিভাগীয় কমিশনার হিজড়াদের পুনর্বাসন করা ও সমাজের অতিশয় বৃদ্ধদের জন্য ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করা যায় কিনা, তা নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর