Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক


২৬ জুলাই ২০১৮ ২১:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডেঙ্গু হেমোরেজিক শকে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন একজন চিকিৎসক। শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে পাস করা ডা. ফয়সাল বিল্লাহ ছিলেন কলেজের ৪১তম ব্যাচের চিকিৎসক।

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া অষ্টম ব্যক্তি তিনি। এর আগে এ মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। তাদের সবাই নারী ও শিশু।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হেমোরেজিক শকে আক্রান্ত হয়ে ২৭ বছরের ডা. ফয়সাল বিল্লাহ গত ২৩ জুলাই বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান সারাবংলা’কে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজে আমাদের জুনিয়র ছিল ফয়সাল। ওই মেডিকেল কলেজ থেকে পাস করে বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। অথচ হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেল ফয়সাল। দেশ একজন প্রতিভাবান চিকিৎসক হারালো।

সারাবাংলা/জেএ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর