Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীর অভাবে ‘বিমানের’ দুটি হজ ফ্লাইট বাতিল


২৬ জুলাই ২০১৮ ২১:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আগামীকাল শুক্রবার (২৭ জুলাই) দুটি হজ ফ্লাইট বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫ বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য জানান।

বাতিল হওয়া ফ্লাইট দুটির মধ্যে বিজি-১০৪৫ ফ্লাইটি শুক্রবার সকাল ৬টা ০৫ মিনিটে এবং বিজি-৭০৪৫ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

শাকিল মেরাজ আরও জানান, এই দুটি ফ্লাইটের হজ যাত্রীদের অন্য ফ্লাইটে সমন্বয় করে সৌদি আরবে পাঠানো হচ্ছে। তবে এখনো প্রায় পাঁচ হাজার টিকেট অবিক্রিত রয়ে গেছে, যেগুলো আগামী ২৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হজ যাত্রী পরিবহন করতে পারবে। হজ এজেন্সিগুলোকে আমরা অনুরোধ করছি এ সময়ের মধ্যেই টিকেট কিনে নিতে। নয়তো এসব হজ যাত্রীদের বিকল্পভাবে পাঠানোর কোনো উপায় থাকবে না। কারণ ইতোমধ্যে সৌদি সরকার ঘোষণা দিয়েছে নির্ধারিত স্লটের বাইরে তারা কোনো অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে না।

সারাবাংলা/জেএ/এমআই

হজ ফ্লাইট বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর