জাপানের ভ্রাম্যমাণ মসজিদ
২৬ জুলাই ২০১৮ ২৩:০২ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ২৩:১০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
২০২০ সালে জাপানের টোকিয়তে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। তার প্রস্তুতি হিসেবে মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে মসজিদ নির্মাণ করছে জাপান। তবে একটু ভিন্নভাবে, চাকাওয়ালা মসজিদ। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াবে সেই মসজিদ।
অলিম্পিক গেমস শুরু হলে স্টেডিয়ামের বাইরে নীল-সাদা রংয়ের এসব বিশাল আকারের ভ্রাম্যমাণ মসজিদগুলো রাখা হবে সে দেশে আগত মসলিমদের স্বাগত জানাতে।
অলিম্পিক আসরে যোগ দেওয়া অতিথিরা যাতে সব ধরনের সুবিধা পায়, এবং নিজের বাড়ির মতো স্বচ্ছন্দ বোধ করে এই উদ্দেশ্যে মসজিদগুলো তৈরি করা হয়েছে। মুসলিম অতিথিরা সেখানে নামাজ পড়তে পারবে। পাশাপশি গাড়িটিতে নামাজিদের অজুর ব্যবস্থাও রয়েছে
মসজিদটি নির্মাণকারী প্রতিষ্ঠান ইয়াসু প্রেজেক্টের চিফ নির্বাহী অফিসার ইয়াসুহারু ইনায়ু বলেন, আগামী অলিম্পিকে যে পরিমাণ দর্শনার্থী আসবে তাদের সবার অ্যাকোমডোশন করার মতো মসজিদ সেখানে নেই। সেই চিন্তা থেকে এ ধরণের সমজিদ নির্মাণ করা। যাতে প্রয়োজনের সময় এগুলো ব্যবহার করা যায়।
চলতি সপ্তাহের প্রথম দিকে এই ভ্রাম্যমাণ মসজিদটি উন্মুক্ত করা হয়েছে।
বিশাল অাকারের ২৫ টনের একটি ট্রাককে মসজিদে পরিণত করা হয়েছে। যেটি একটি সাধারণ ট্রাকের চেয়ে দ্বিগুণ আকৃতিতে তৈরি। ৪৮ বর্গমিটারের এই মসজিদটিতে ৫০ জন এক সঙ্গে নামাজ পড়তে পারবে।
সারাবাংলা/এমআই