Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ী জাতির আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী


২৬ জুলাই ২০১৮ ২২:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকারি কর্মকর্তাদের মুক্তিযুদ্ধে বিজয়ী জাতির আত্মবিশ্বাস নিয়ে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে সবাইকে যার যার দায়িত্ব পালন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন-২০১৮’র অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। কিন্তু আমরা মধ্যম আয়ের দেশের ঘোষণা পেয়েছি তাতেও কোনমতেই সন্তুষ্টি প্রকাশ করতে পারি না। কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করা বিজয়ী জাতি। নিম্ন শব্দটা আমাদের সাথে থাকবে না। আমরা সব সময় উচ্চ স্থান অধিকারী হবো। এই আত্মবিশ্বাস নিয়ে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে এবং আমি বিশ্বাস করি, আমরা তা করতে পারবো।

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২০২০ সালে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন এবং দক্ষিণ এশিয়ার ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বলে প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা চেয়েছিলেন সোনার বাংলাদেশ গড়ে তুলতে। ইনশাল্লাহ আমরা তা পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস, এ ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অপরিসীম। আমি আশা করি, এই দায়িত্বটা আপনারা পালন করবেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ ও পরিকল্পনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো সঠিভাবে তুলে ধরার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারণ, আমাদের দুভার্গ্য যে আমাদের বিজয়ের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। আর বিকৃত ইতিহাস মানুষের বিকৃত চরিত্রই সৃষ্টি করে। তার হাত থেকে আমাদের প্রজন্মের পর প্রজন্মকে রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

সেই দিকে লক্ষ্য রেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বিজয়ী জাতি হিসেবে ভবিষ্যত প্রজন্মের মাঝে বিজয়ের গর্বকে অনুভব করার মতো শক্তি সৃষ্টি করতে হবে। তবেই দেশ এগিয়ে যেতে পারবে এবং তারা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে তাদের জীবনের শান্তি ও স্বস্তি ফিরে দেওয়াও আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়টি তুলে ধরেন তিনি। সকল শ্রেণি- পেশার মানুয়ের মাঝে মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টি করে এগুলোকে মোকাবিলা করতে হবে বলেও আহ্বান জানান।

২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশের প্রতিটি গ্রাম শহরে রূপান্তর হবে। প্রতিটি গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। সেইভাবেই আমরা আমাদের গ্রামগুলোকে গড়ে তুলতে চাই বলেও আশাবাদ করেন।

এ বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারাই দেশের সকল উন্নয়ন বাস্তবায়ন কাজে সবসময় সচেতন রয়েছেন। আপনাদের এই কর্মকাণ্ডগুলো যাতে আরও সুচারুভাবে হয় সেদিকে দৃষ্টি দেবেন। আমরা চেষ্টা করেছি। আপনাদের সমস্যাগুলো দূর করতে। একটা সময় ছিল, সরকারি চাকরিতে কেউ আসতেই চাইত না। যে কারণে আমরা প্রায় ১২৩ ভাগ বেতন বৃদ্ধি করেছি। আবাসন সমস্যাগুলো সমাধান করছি। এটা শুধু রাজধানী নয় ইউনিয়ন পর্যায় যেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা হয়। আমাদের কাছে কোন কিছু কিন্তু দাবি করতে হয়নি। যা করেছি আমরা নিজের থেকেই করেছি।

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমএইচ

আরও পড়ুন

‘উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে, এটা সবচেয়ে বড় পাওয়া’

দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আওয়ামী লীগ জনগণ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর