দারুস সালামে ভাড়াটিয়া হত্যা: বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৮
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর দারুস সালামে বাসার ভাড়ার টাকা না পেয়ে ভাড়াটিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাড়িওয়ালা শাহিনুর আক্তার ময়নার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে আদালতে শাহিনুরের ৫ দিনের রিমান্ড চাওয়া হলে ৩ দিনের মঞ্জুর হয়।
নিহতের স্ত্রী রশিদা বেগম সোমবার মধ্যরাতে বাদি হয়ে ৩০২ ধারায় বাসা মালিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ওই মামলায় বাড়িওলাকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহিনুর হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার এসআই একরামুল হক জানান, বাদি রশিদা মামলার এজাহারে অভিযোগ করেছেন টাকার লেনদেন ও বাকি থাকা বাসা ভাড়ার টাকার জন্য তার স্বামী মোতালেবকে বাসা মালিক শাহিনুর আত্তার ময়না শ্বাসরোধ করে হত্যা করেছেন।
এসআই একরামুল হক জানান, মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানার অধীন সিটি কলোনির বস্তির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ভাড়াটিয়া মোতালেব (৪৫) গোপালগঞ্জ মোকসেদপুরের এনতাজ আলী শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও বস্তির বাসিন্দারা জানান, শাহিনুর নামে বাসার মালিক ভাড়াটিয়া মোতালেবের কাছে ভাড়া বাবদ ৯ হাজার টাকা পেতেন। মোতালেব টাকা দিতে না পারায় ক’দিন ধরে বকাঝকা করে আসছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ বাসার মালিক শাহিনুর মোতালেবের স্ত্রী রশিদাকে রাস্তায় ফেলে মারধর করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরের ভিতরে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খবর পেয়ে মোতালেবের মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/ইউজে/এমএ/আইজেকে