৭২ ঘণ্টা পর জিডি নিল পুলিশ
২৬ ডিসেম্বর ২০১৭ ১৯:৫০
সিনিয়র করেসপন্ডেন্ট
রাজধানীর মহাখালী কড়াইল বেলতলা বস্তির তিন কিশোর নিখোঁজ হওয়ার তিন দিন পর অবশেষে জিডি নিয়েছে পুলিশ। নিখোঁজ রাসেল গাজীর মা রিনা বেগম সারাবাংলাকে বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার জিডি নিয়েছে বনানী থানা পুলিশ। জিডি নম্বর-১৭৮৪।
বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ তিন কিশোরের পরিবার থানায় এসে জিডি করেছেন। পুলিশের কাজ বিষয়টি তদন্ত করা। জিডির পরপরই পুলিশ তদন্তে নেমেছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী যমুনা ব্যাংকের নিরাপত্তারক্ষী আল-আমিনের জবানবন্দি নেওয়া হয়েছে।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাসির হোসেন, বেসরকারি সিকিউরিটি কোম্পানিতে কর্মরত রাসেল গাজী ও যমুনা ব্যাংকের পরিছন্নকর্মী আবু হানিফ কড়াইল বেলতলা বস্তি থেকে নিখোঁজ হন।
নিরাপত্তারক্ষী আল-আমিন বলেন, তাদের তিনজনকে একটি সাদা মাইক্রো বাসে তুলে নিয়ে যেতে দেখেছেন তিনি। এরপর আল-আমিন পরিবারের সদস্যদের জানান। ওই রাতেই পরিবারের সদস্যরা বনানী থানায় জিডি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। গতকাল সোমবার দিনভর থানায় ঘোরাঘুরি করেও জিডি করতে পারেনি তারা।
মঙ্গলবার রাসেলের মা সারাবাংলাকে বলেন, ‘থানায় জিডি করেছি। এখন আমার ছেলেরে ফিরায় দিক। অনেক কষ্টে গার্মেন্টসে কাম করে পোলারে খাওয়ায় বড় করতাছি। বুকের ধন আমারে ফিরায়ে দিক পুলিশ। কোথায় গেছে, কে নিয়ে গেছে তা খুঁজে আনুক পুলিশ।’
আবু হানিফের মা হালিমা আক্তার সাথী বলেন, ‘আমি পিঠা বিক্রি করে পোলারে বড় করছি। আমার পোলাডা অনেক ছোট। ওই তিন জনের মধ্যে আমার পোলাডাই ছোট। তারে কোথায় নিয়ে গেছে জানতে পারছি না।’
সারাবাংলা/ ইউজে/এটি