Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা স্ট্যাম্পে সই নেয় অপহরণকারীরা


২৮ জুলাই ২০১৮ ১৫:৪১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: অপহরণের পর ফিরে আসা আওয়ামী লীগ নেতা ও তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেছেন, আমাকে জোর করে গাড়িতে তুলে মুখে রুমাল দিতেই অজ্ঞান হয়ে যাই। ফলে চিৎকার চেঁচামেচি করতে পারিনি। এরপর জ্ঞান ফিরলে তারা ৩০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়।’
শনিবার (২৮ জুলাই) বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় তার নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পারভেজ সরকার বলেন, ‘গাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ চোখ বাধা ছিল। শুধুমাত্র স্বাক্ষর করার জন্য চোখ খুলে দেয় তারা। গাড়িতে সারাক্ষণ আতঙ্কে ছিলাম।’
৩০০ টাকার ওই স্ট্যাম্পে কী লেখা ছিল জানতে চাইলে পারভেজ সরকার বলেন, ‘তিনটির একটিতেও ( স্ট্যাম্পে) কোনো লেখা ছিল না।’
‘এরপর আমাকে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাঞ্চন ব্রিজের কাছাকাছি ফেলে দেন। এ সময় তারা বলেন, ‘গাড়ি চলে যাওয়ার পর চোখ খুলবি। কোথাও কিছু বলবি না। সোজা বাড়ি চলে যাবি।’
তিনি বলেন, ‘কী কারণে কারা আমাকে এভাবে তুলে নিয়ে গেলেন তা জানি না। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ-র‌্যাবের সহযোগিতায় হয়ত বেঁচে গেছি। এখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে বের হবে আসলে কারা এ ঘটনা ঘটিয়েছে।’
পারভেজ হোসেন সরকারকে শুক্রবার দুপুরে নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে যান অজ্ঞাত পরিচয় কয়েকজন।
সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর