Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সু চির ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করল অক্সফোর্ড


২৮ নভেম্বর ২০১৭ ১১:২১

সারাবাংলা ডেস্ক

মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে তার এই খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিঙ্গা মুসমানদের প্রতি সু চি সরকার যে আচরণ করছে তাতে ‘ফ্রিডম অব দি সিটি’ নামের ওই খেতাবের যোগ্যতা হারিয়েছেন তিনি।

মিয়ানমারের রাখাইনে সহিংসতার কারণে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। দেশটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে বেশ কয়েক বছর সু চি গৃহবন্দী ছিলেন।

পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাঁকে।

কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের উপর যে ভাবে নির্যাতন হয়েছে তাতে করে সু চির ভূমিকায় হতবাক হয়েছেন অনেত বিশ্বনেতারা।

এদিকে সেন্ট হাগ’স কলেজ যেখানে মিজ সু চি পড়াশোনা করেছিলেন সেখান থেকে তাঁর ছবি সরিয়ে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর