রিয়াদ দূতাবাসে প্রেস উইংয়ের বর্ষপূর্তি
২৮ জুলাই ২০১৮ ১৭:০০
।। সাগর চৌধুরী।।
সৌদি আরব থেকে: রিয়াদ দূতাবাসে প্রতিষ্ঠিত প্রেস উইংয়ের এক বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দূতাবাসের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
প্রেস উইং সচিব ফখরুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময়ে অংশ নেন, ডেপুটি চিফ অব মিশন ডক্টর নজরুল ইসলাম, ইকোনমিক মিনিস্টার ড. আবুল হাসান, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী, হেড অব চেন্চারি ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম কাউন্সিলর সারোয়ার আলম, সাংবাদিক অহিদুল ইসলাম, আবুল বশির, বর্তমান কণ্ঠের প্রধান সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী সাগর চৌধুরীসহ রিয়াদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ।
রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দূতাবাসে প্রেস উইং প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। একই সাথে কমার্শিয়াল উইং অনুমোদন লাভ করেছে। দীর্ঘ ত্রিশ বছর পূর্বে রিয়াদ ডিপলোমেটিক কোর্য়াটারে বাংলাদেশ দূতাবাসের জন্য বরাদ্ধকৃত প্লটে দূতাবাস ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ভবনে দূতাবাসের কার্যক্রম শুরু হবে ।
তিনি আরো বলেন, প্রবাসীদের সেবা প্রদানের জন্য দূতাবাসের দরজা সবসময় খোলা রয়েছে ।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি বিদ্যালয় সমূহে বিগত পরিচালনা পর্ষদগুলোর দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আপনারা সাংবাদিকরা অনুসন্ধানী সংবাদ করুন। দেখবেন অনেক বিওডি পুকুর চুরি করেছেন। তিনি বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করার লক্ষে এ সকল বিদ্যালয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে দক্ষ ও সৎ পরিচালনা পর্ষদ গঠনের ওপর জোর দেন।
সারাবাংলা/একে