Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় তিন অধ্যাপককে সম্মাননা


২৮ জুলাই ২০১৮ ১৯:৫১

সম্মাননা অনুষ্ঠানে জাতীয় অধ্যাপকরা

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও জাতীয় অধ্যাপক মনোনীত হওয়ায় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম এবং জামিলুর রেজা চৌধুরীকে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ঢাক‌া বিশ্ব‌বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

শনিবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আজকে যাদের সম্মাননা প্রদান করা হচ্ছে, তারা শিক্ষাবলয় ছাড়াও সারাদেশে পরিচিত। প্রতিবছরই তিনজন বা তার বেশি জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয়। এবছর জাতীয় অধ্যাপক নিয়োগের সময় সিলেকশন কমিটিতে এই তিনজন সম্মানীত ব্যক্তির নামই প্রথমে উচ্চারিত হয়।’

তিনি বলেন, ‘তারা সারাদেশে এতই জ্ঞানী-গুণী হিসেবে পরিচিত যে তাদের নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। সে কারণেই শুরুতে তাদের কথা বিবেচনা করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই তিন জন জ্ঞানী-গুণী ব্যক্তিদের মনোনীত করার ক্ষেত্রেও কারো কোনো দ্বিমত ছিল না। তারা এই দেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কারণেই জাতীয় অধ্যাপকের স্বীকৃতি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছে।’

সারাবাংলা/কেকে/একে

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর