Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলার থেকে ২০ জেলেকে তুলে নিয়ে গেল দস্যুরা


২৮ জুলাই ২০১৮ ২১:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরগুনা: বঙ্গোপসাগের ইলিশ শিকারে যাওয়া ২০ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। ফিরে আসা জেলেরা জানান, দস্যুরা দুইটি ট্রালার এবং জেলেদের মুক্তিপণ চেয়েছে।

শনিবার (২৮ জুলাই) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছে।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুবলারচর, ফেয়ারওয়ে বয়া ও মান্দারবাড়িয়া এলাকায় জলদস্যু ‘ছোট ভাই বাহিনী’ জেলে বহরে হামলা চালিয়ে অন্তত ৩০টি ট্রলারের সর্বস্ব লুট করে নিয়ে যায়। ওই সময় ‘এফবি মা-জননী’র মাঝি খোকন ও নিজাম এবং ‘এফবি ইমরান’র মাঝি খলিলসহ অন্তত ২০ জেলেকে অপহরণ করে দস্যুরা।

জেলা জেলে সমিতির সভাপতি দুলাল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ থাকায় ঝড়ের কবলে ছয়টি ট্রলার ডুবে গেছে। অনেক জেলের এখনো নিখোঁজ। এর মধ্যে জলদস্যুদের হানা।

এ প্রসঙ্গে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর