Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমে ভোট দেবেন বরিশালের ২৫ হাজার ভোটার


২৯ জুলাই ২০১৮ ১৩:৪১

।। গোলাম সামদানী, বরিশাল থেকে।।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে চার ওয়ার্ডের ১১ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেওয়া হবে। এই এগারো কেন্দ্রে মোট ২৪ হাজার ৮১১ জন ভোটার ইভিএমে ভোট দেবেন। বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বরিশাল সিটির ১২ নম্বর ওয়ার্ডের ৫০ ও৫১ নম্বর কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ৫০ নম্বর কেন্দ্রটি দুটি স্কুল নিয়ে গঠিত। স্কুল দুইটি হলো কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

৫০ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫১৯ জন। ৫১ নম্বর কেন্দ্রটি হলো, নুরিয়া আইডিয়াল স্কুল। এতে ভোট সংখ্যা ২ হাজার ৩০৯ জন।

২০ নম্বর ওয়ার্ডের ৭৬, ৭৭, ৭৮ এই তিন কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হ্চ্ছে। প্রতিষ্ঠান তিনটি হলো, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ১ হাজার ৭৬৫জন, বিএম কলেজের কলা ভবনে ২ হাজার ২২০ জন, বিএম কলেজের বাণিজ্য ভবন কেন্দ্রে ভোটের সংখ্যা ২ হাজার ২৭৫ জন।

২১ নম্বর ওয়ার্ডের ৭৯,৮০ ও ৮১  এই তিন কেন্দ্রের মধ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ভোটার ২ হাজার ৬৬৬জন, সৈয়দ আবদুল মান্নান ডিডিএফ সিনিয়র ও হাফিজিয়া মাদ্রাসার নিচতলা কেন্দ্রে ভোটার ২ হাজার ২৮৬ জন এবং সৈয়দ আবদুল মান্নান ডিডিএফ মাদ্রাসার দ্বিতীয় তলায় ৮১ নম্বর কেন্দ্রে ভোটার ২ হাজার ২১৬ জন।

আর২৮ নম্বর ওয়াডে ১১০.১১১ ও ১১২ নম্বর কেন্দ্র তিনটিতে ইভিএমে ভোট হচ্ছে। এর মধ্যে কাশীপুর নেসারিয়া দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটার ২ হাজার ৫২৭ জন, ১১১ নম্বর কেন্দ্র নবজাগরণী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটার ১ হাজার ৫৫০ জন।১১২ নম্বর কেন্দ্র চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২ হাজার ৪৭৩ জন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বরিশাল সিটির রিটার্নি কর্মকর্তা মো. মুজিবর রহমান সারাবাংলাকে বলেন, চারটি ওয়ার্ডের ১০ টি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে। এ ব্যপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য আগামীকাল বরিশাল সিটি নির্বাচন। বরিশালে সিটিতে সাধারণ ওয়ার্ড ৩০, সংরক্ষিত ওয়ার্ড ১০টি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন, পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৩টি, ভোট কক্ষের সংখ্যা ৭৫০টি। নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৩৫ জন নারী কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাালন করছেন মুজিবুর রহমান।

মেয়র প্রার্থীরা হলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), মজিবর রহমান সরওয়ার (ধানের শীষ)। বাকিরা হলেন, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ডা. মনীষা চক্রবর্তী, ইকবাল হোসেন।

সারাবাংলা/জিএস/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর