Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট দলকে একনেকে অভিনন্দন


২৯ জুলাই ২০১৮ ১৪:১১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন একনেকের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, রাত জেগে তিনি খেলা দেখেছেন। সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও তিনি ফোনে কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এসব তথ্য জানান।

রোববার (২৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংএ পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেট খেলা খুব ভাল বোঝেন। তিনি মাশরাফিকে নির্দেশনাও দেন।’

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘আমরা শুধু অর্থনীতিতে নয়, ক্রীড়াসহ সবক্ষেত্রেই উন্নতি করছি। আর সেটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে।’

তবে, মাশরাফি ও সাকিবের নির্বাচনে যোগ দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নির্বাচন করার অধিকার সবার আছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ এবং মুশফিক এরা সবাই সেলিব্রিটি। রাজনৈতিক নিয়মকানুন পূরণ করে এরাও নির্বাচন করতে পারে।’

সারাবাংলা/জেজে/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর