Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার: নেতা রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর


২৯ জুলাই ২০১৮ ১৪:৪৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৪:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের আগে থেকে দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মাহবুবুর প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের জন্য এ নতুন তারিখ ঠিক করেন।

গত ১ জুলাই রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। এরপর বিকেলে মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

এর আগে আল নাহিয়ান খান জয় সারাবাংলা’কে বলেন, ‘গত ২৭ ‍জুন ফেসবুক লাইভে এসে রাশেদ খান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অভিযোগে গত ৩০ জুন তথ্যপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা (মামলা নাম্বার ১) দায়ের করেছি।’

সারাবাংলা/এআই/এমও

কোটা সংস্কার আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর