Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ীর মৃত্যু


২৯ জুলাই ২০১৮ ১৫:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। নিহত সোহরাব (৩৫) শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী বলে দাবি র‌্যাবের। এ সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

রোববার (২৯ জুলাই) ভোরে বাঘরা ইউনিয়নের ছত্রভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‌্যাব সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৬০০ ইয়াবা ও সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর এএসপি মুহিতুল ইসলাম জানান, ছত্রভোগ এলাকার ইটভাটা এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে রোববার ভোর পৌনে পাঁচটার দিকে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। এতে চার-পাঁচজন মাদক ব্যাবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ সোহরাবকে পড়ে থাকতে দেখা যায়। পরে সোহরাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোহরাবের নামে হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ১৩টিরও বেশি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর