Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না’


২৯ জুলাই ২০১৮ ১৭:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করার দাবি জানিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। রোববার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীতে ড. কামাল হোসেনের নেত্বত্বে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠত করা হবে।’

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে বক্তারা বলেন, ‘দেশে আইনের শাসন থাকলে গাড়ি থেকে পরিবহন শ্রমিকরা কোনো যাত্রীকে নদীতে ফেলে দিতে পারতো না। বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা স্বর্ণে হেরফের হতো না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’

ঘুষ, দুর্নীতি বন্ধ চাই, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, অমানবিকভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সাঈদুর রহমান পায়েল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কয়লা চুরিতে জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণফোরামের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোস্তফা হোসেন মন্টু।

আরও পড়ুন: সেপ্টেম্বরে রাজনৈতিক অঙ্গনে অনেক কিছু ঘটবে: কাদের

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণফোরাম জাতীয়_নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর