Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লোড শেডিংয়ে দুর্ভোগ’, জেনারেটর ব্যবহারের পরামর্শ দুদকের


২৯ জুলাই ২০১৮ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। অভিযানে তারা জনদুর্ভোগের চিত্র দেখতে পায়। তবে কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ না থাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে পাসপোর্ট গ্রাহকদের। ভোগান্তি শিকার হয়েছেন তারা।

দুদকের সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল রোববার (২৯ জুলাই) কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালায়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে জানান, পুলিশসহ ৯ সদস্যের একটি দল এদিন দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালায়।

বিজ্ঞাপন

ভোগান্তি প্রসঙ্গে জানতে চাইলে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক দুদককে জানায়, ‘বিদ্যুৎ না থাকায় গ্রাহকসেবা দিতে সাময়িক অসুবিধা হয়েছে।’ এ সময় ভোগান্তি রোধে দুদক দল জেনারেটর ব্যবহারের পরামর্শ দেয়।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘দুদক দুর্নীতি নির্মূলের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর গভর্ন্যান্স উন্নত করতে চায়। যে কারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, সচেতনতা বাড়াতে পাসপোর্ট গ্রাহকদের মধ্যে দুদক দল দুর্নীতিবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ করে।

সারাবাংলা/ইএইচটি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর