Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশক দীপন হত্যা: এবিটি সদস্য আব্দুল্লাহ রিমান্ডে


২৯ জুলাই ২০১৮ ১৯:৪৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) শুরা সদস্য শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদের ৬ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ফজলুর রহমান আসামি আব্দুল্লাহকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ছয় দিনের মঞ্জুর করেন।

আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগ বলা হয়, গত ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

আনসার-আল ইসলাম দীপন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর