Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ফরিদ হত্যায় ‘যুবলীগ ক্যাডার’ ফয়সাল গ্রেফতার


২৯ জুলাই ২০১৮ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: যুবলীগ পরিচয় দেওয়া বাকলিয়া থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. ফয়সালকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামে যুবলীগ নেতা ফরিদ হত্যা মামলায় পুলিশ তাকে খুঁজছিল।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানার মৌসুমী আবাসিক এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল চট্টগ্রাম নগর যুবলীগ নেতা এ এম মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসির আরাফাত ইমন হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মির্জা মো. সায়েম মাহমুদ সারাবাংলাকে বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত নয় আসামির মধ্যে আটজনই এখন কারাগারে রয়েছে। ফয়সালকেও আমরা দীর্ঘদিন ধরে জন্য খুঁজছিলাম।

বিজ্ঞাপন

ক্যাবল অপারেটর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৬ এপ্রিল দুপুরে নগরীর চকবাজার থানার ডিসি রোডে মিয়ার বাপের বাড়ির কাছে দুইপক্ষে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদ মারা যান।

ফরিদ চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হত্যার পর তার স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ক্যাবল ব্যবসার জন্য অনুমোদিত প্রতিষ্ঠান কেসিটিএন থেকে অবৈধভাবে ক্যাবল সংযোগের নিয়ন্ত্রণ নিতে এস এম মুছা এই সংঘর্ষের সূত্রপাত ঘটায়।

গত ২২ জুলাই আসামিদের মধ্যে ৮ জন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। এরা হলেন- নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুছা, দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত জানে আলম, নবী, ইকবাল, তৌহিদুল আলম, মাসুদ ও মুরাদ।

সারাবাংলা/আরডি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর