বরিশালে মেয়র প্রার্থী মনীষার ওপর চড়াওয়ের অভিযোগ
৩০ জুলাই ২০১৮ ১২:১৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল: বরিশালে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ায় প্রতিবাদ করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী ওপর চড়াও হয়েছেন ক্ষমতাসীন দলের সমর্থকরা।
সোমবার ( ৩০ জুলাই) সকাল সাড়ে ন’টার দিকে সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্রে এসব অভিযোগ করেন মনীষা। তিনি বলেন, প্রায় সব ক’টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং নৌকায় সিল দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলা হচ্ছে। এসময় তিনি প্রতিবাদ করলে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহর সমর্থকরা তাকে বেশ কয়েকবার মারতে তেড়ে আসে বলেও অভিযোগ করেন তিনি।
মনীষা বলেন, আমি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে ভোট কেন্দ্র বন্ধ করতে অনুরোধ জানিয়েছি। খুলনা ও গাজীপুরের মত এখানেও প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি চাই ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দমত প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবে এমন পরিবেশ নিশ্চিত করা হোক।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে তিনি নগরীর ১৮ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন স্কুল কেন্দ্রে মা ও বোনকে নিয়ে ভোট প্রদান করেন।
সারাবাংলা/আরআর /জেডএফ
আরও পড়ুন.
বরিশালে বিএনপির ভোট বর্জন