Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বাড়বে কি না জানা যাবে কাল


৩০ জুলাই ২০১৮ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে খালেদা জিয়া

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে সময় বৃদ্ধির আবেদনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

সোমবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

৩১ জুলাইয়ের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি সম্ভব নয় উল্লেখ করে গত ২৬ জুলাই ফের সময় বৃদ্ধির আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গতকাল বিষয়টি আপিল বিভাগে মেনশন করলে আদালত আজ শুনানির জন্য দিন ঠিক করেন দেন।

বিজ্ঞাপন

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করতে ৩১ জুলাই হাইকোর্টকে সময় বেঁধে দেন আপিল বিভাগ। কিন্তু এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে একটি রিভিউ আবেদন দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত ওই আবেদনের শুনানি ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ড ওভার রাখেন। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।’ এর প্রেক্ষিতে নিয়ম অনুসারে গত বৃহস্পতিবার চেম্বার আদালতে আবেদন জানান তারা। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করে দেন।’

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় খালাস চেয়ে তার আপিল আবেদনের ওপর হাইকোর্টে শুনানি চলমান রয়েছে।

সারাবাংলা/এজেডকে/এমআই

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর