Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি-ছিনতাই করা মোবাইল কেনাবেচার অভিযোগে গ্রেফতার এক


৩০ জুলাই ২০১৮ ১৪:৫৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চুরি-ছিনতাই করা মোবাইল সেট কিনে বিক্রির অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৪৪ টি মোবাইল সেট জব্দ করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (৩০ জুলাই) গভীর রাতে নাছির উদ্দিন মাহমুদ (৩৮) নামে ওই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করা হয়ে। নাছির নগরীর রিয়াজউদ্দিন বাজারের রিজুয়ান কমপ্লেক্সের মোবাইল ভিলেজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তার বাড়ি সাতকানিয়ায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, ‘চোর-ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইল সেট কম দামে কিনে নেন নাছির। পরে সেগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রি করেন।’

নাছিরের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬০টি মোবাইলের ফ্ল্যাশপিন, একটি ডি-লিংক ইন্টারনেট সুইচ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর