কারাগারে মাদক কেনাবেচার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ ডিসেম্বর ২০১৭ ১৩:০৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কারাগারের ভেতরে মাদকদ্রব্য কেনাবেচা বা এর সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নারায়ণগঞ্জ চানমারিতে জেলা কারাগারে নতুন দুইটি ভবন ও গার্মেন্ট উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় কারাগারের পরিবেশ ঠিক রাখার জন্য কারা কর্তৃপক্ষকে যে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সংশোধনের জন্য গার্মেন্ট নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জ কারাগারের মতো প্রতিটি কারাগারে বন্দিদের সংশোধনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, কারাগারের বন্দিরা পরিবারের সঙ্গে কথা বলতে চায়। সে জন্য কারা কর্তৃপক্ষের কাছে মোবাইল ফোন থাকবে । কারাবন্দিরা শর্তসাপেক্ষে সেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
সারাবাংলা/আরসি/একে