Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন তিনটি ‘ড্যাশ-৮’ কিনছে বিমান, চুক্তি ১ আগস্ট 


৩০ জুলাই ২০১৮ ১৭:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন তিনটি ‘ড্যাশ-৮’ কিউ ৪০০ উড়োজাহাজ কিনছে। এজন্য আগামী বুধবার (১ আগস্ট) চুক্তিস্বাক্ষর হবে।

কানাডার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বম্বার্ডিয়ার ইনকরপোরেশনের কাছ থেকে নতুন এ তিনটি উড়োজাহাজ কেনা হচ্ছে । সেজন্য ঋণ সহায়তা দেবে কানাডা সরকারের প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা’ (ইডিসি)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের উপস্থিতিতে বুধবার সকাল ১১টায় এ তিন বিমান ক্রয়ের চুক্তি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

২০১৭ সালের ডিসেম্বরে এ সংক্রান্ত প্রস্তাবনা অর্থনৈতিক বিষয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আমরা অভ্যন্তরীণ রুটগুলোতে ড্যাশ-৮ দিয়ে ফ্লাইট পরিচালনা করি। সেক্ষেত্রে ৭০ থেকে ৮০ আসনের এ নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হলে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সেবার মান আরও বাড়বে বলে আশা করছি।

সূত্র জানায়, এ তিনটি বিমান কেনা হবে রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে। এ লক্ষ্যে কানাডিয়ান কমার্শিয়াল কো-অপারেশনের (সিসিসি) সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ বিমান।

সারাবাংলা/জেএ/এমআই

ড্যাশ-৮ বিমান

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর