Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম: রাজশাহী-বরিশালে নৌকা, সিলেটে এগিয়ে ধানের শীষ


৩০ জুলাই ২০১৮ ১৮:০৪

।। গোলাম সামদানী, নৃপেন্দ্রনাথ রায় ও মেসবাহ শিমুল ।।

বরিশাল, রাজশাহী ও সিলেট থেকে: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া দুই কেন্দ্রে ৯৩৫ ভোটে এগিয়ে আছেন নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বরিশালের ১১টি ইভিএম কেন্দ্রের মধ্যে ১০টিতেও এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিএনপির মজিবর রজমান সরওয়ারের চেয়ে ৪,৯৮২ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, সিলেটের দুই ইভিএম কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৭৪২ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

রাজশাহীতে দুই ইভিএম কেন্দ্রে লিটন পেয়েছেন ১,৪২৪ ভোট, আর বুলবুল পেয়েছেন ৪৮৯ ভোট। অন্যদিকে, সিলেটের দুই ইভিএম কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আরিফুল পেয়েছেন ১,৩০৮ ভোট, নৌকার কামরান পেয়েছেন ৫৬৬ ভোট।

রাজশাহীতে সোমবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার আধাঘণ্টার মধ্যে এ ফলাফল ঘোষণা করেন রাজশাহী বি বি হিন্দু একাডেমি (পুরাতন ভবন) কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসলাম উদ্দীন এবং পশ্চিম ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

এর মধ্যে ১০০ নম্বর কেন্দ্রে (বি বি হিন্দু একাডেমি, পুরাতন ভবন) নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ৬৯১ ভোট, ধানের শীষ প্রতীকে বুলবুল পেয়েছেন ২৬৭ ভোট। এই কেন্দ্রের ১৬৩৭ ভোটারের মধ্যে ৯৯১ জন ভোট দিয়েছেন; যা মোট ভোটের ৬০.৫৪ শতাংশ।

অন্যদিকে, ১০১ নম্বর কেন্দ্রে (বি বি হিন্দু একাডেমি, পশ্চিম ভবন) নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ৭৩৩ ভোট, ধানের শীষ প্রতীকে বুলবুল পেয়েছেন ২২২ ভোট। এই কেন্দ্রের ১৭৪৬ ভোটারের মধ্যে ৯৭৫ জন ভোট দিয়েছেন; ভোটের হার ৫৫.৮৪ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, বরিশাল সিটিতে ১১টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া হয়। এর মধ্যে ১০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। বাকি একটি কেন্দ্র, ১২ নম্বর ওয়ার্ডের কিশোর মশলিশ সরকারি প্রথমিক বিদ্যলয়ের ফলাফল যান্ত্রিক ক্রটির কারণে ফলাফল ঘোষণা করা যায়নি। ১০ কেন্দ্রে নৌকার প্রার্থী সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৭,৩২৬ ভোট; ধানের শীষের প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ২,৩৪৪ ভোট।

এদিকে, সিলেটের ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া হয়। দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও মো. আকতারুজ্জামান ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী অরিফুল পেয়েছেন ১,৩০৮ ভোট; নৌকার প্রার্থী কামরান পেয়েছেন ৫৬৬ ভোট। দুই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২০০ ভোট।

অন্যদিকে, এদিকে, সিলেটের ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে ইভিএম ব্যবহার করে ভোট নেওয়া হয়। দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও মো. আকতারুজ্জামান ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষের প্রার্থী অরিফুল পেয়েছেন ১,৩০৮ ভোট; নৌকার প্রার্থী কামরান পেয়েছেন ৫৬৬ ভোট। দুই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ২০০ ভোট।

সারাবাংলা/জিএস/এনআর/এমএস/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর