খালেদার হাজিরা : আজও আদালতে কড়া নিরাপত্তা
২৭ ডিসেম্বর ২০১৭ ১১:৪৮
স্টাফ করেসপন্ডেন্ট
দুর্নীতি দমন কমিশনের মামলায় বুধবার হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার হাজিরা উপলক্ষে অন্যান্য দিনের মতো বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ বুধবার আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেখানে থাকা সারাবাংলার সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমান জানান, আলিয়া মাদারাসার মাঠের প্রবেশমুখেই র্যাব মিরর ডিটেক্টর দিয়ে সবার গাড়ি পরীক্ষা করছে। এরপর সেই সব গাড়ি সেখানে প্রবেশ করতে দিচ্ছে। এছাড়া সবার পরিচয়পত্র দেখে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
তিনি বলেন,খালেদা জিয়ার আদালতে আগমন উপলক্ষে মঙ্গলবার এবং বুধবার ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। কাউকে তল্লাশি ছাড়া আদালতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এ উপলক্ষে আদালতে স্ক্যানার বসানো হয়। এছাড়া বাড়তি ভিড় সামাল দিতে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড।
সারাবাংলা/এইচআর/টিএম/একে