Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৌপরিবহণ মন্ত্রীর রসিকতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ’


৩০ জুলাই ২০১৮ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা:  অস্ত্র দিয়ে হত্যা করা যেমন অপরাধ তেমনি গাড়ি চাপা দিয়ে হত্যা করাও অপরাধ, এ কথা উল্লেখ করে যুক্তফ্রন্ট নেতারা গত রোববার বাসচাপায় শিক্ষার্থী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সোমবার (৩০ জুলাই) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, অস্ত্র দিয়ে হত্যা করা যেমন অপরাধ তেমনি গাড়ি চাপা দিয়ে হত্যা করাও অপরাধ। উদীয়মান প্রতিভার অধিকারী আমাদের সন্তানরা সরকারের অবহেলায় ঘাতক ড্রাইভারদের হাতে দিনের পর দিন আহত, নিহত হবে এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

বিজ্ঞাপন

যুক্তফ্রন্ট নেতারা বিবৃতিতে আরও বলেন, নৌ পরিবহণ মন্ত্রী শ্রমিক নেতা এই নির্মম ঘটনার প্রেক্ষাপটে ভারতের উদাহরণ দিয়ে যে নিষ্ঠুর রসিকতা করেছেন তার মুখেই তা শোভা পায়। বাংলাদেশের মানুষ এ ধরনের রসিকতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

সারাবাংলা/এএইচএইচ/এমআই

যুক্তফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর