বাসচাপায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারের
৩১ জুলাই ২০১৮ ০০:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস চাপায় যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের আমি আস্বস্ত করছি- চিকিৎসার সব খরচ দেবে সরকার।
সোমবার (৩০ জুলাই) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য আমি স্বাস্থ্য অধিদফরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনকে হাসপাতালে পাঠিয়েছিলাম। তিনি গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমস্ত চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করে এসেছেন।
এর আগে রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই দুর্ঘটনায় আহত হয় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী।
সারাবাংলা/জেএ/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook