তিন দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিল
৩১ জুলাই ২০১৮ ১২:৪১ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১২:৪৪
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক নূরুল হক নুর। গত ৩০ জুন কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর এটি তার প্রথম কোন মিছিলে অংশগ্রহণ। মিছিলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ, মহসিন হল ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে টিএসসি’র দিকে যাচ্ছে।
এসময় আন্দোলনকারীরা তিন দফা দাবি জানান। সেগুলো হল- সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করা, প্রস্তাবিত পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা ও গ্রেফতারকৃতদের নিঃশর্তভাবে মুক্তি দেওয়া।
সারাবাংলা/কেকে/এনএইচ/এএস