Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিনগরে সাংবাদিকের বাসায় চুরি


২৭ ডিসেম্বর ২০১৭ ১২:২৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১২:৪৫

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীর শান্তিনগরে ৩৫/৯ নম্বর বাড়ির ইত্তেফাকের ফটো সাংবাদিক শামসুল হায়দার বাদশার ফ্ল্যাটে চুরি হয়েছে। একদল চোর তার বাসা থেকে ১০লাখ টাকা দামের ১ টি ক্যামেরা, ২ টি লেন্স, ১ টি ল্যাপটপ, ১ টি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকালের যে কোন সময় এই চুরি হয়।
খবর পেয়ে পল্টন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, পাশের ফ্ল্যাটের অতিথি বেশে ওঠা ছাবিক নামে এক যুবক এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। ছাবিকের বাসা বনানীর ১৮ নম্বর রোডে। ছাবিকের বাবা বড় ব্যবসায়ী হলেও সে ইয়াবা আসক্ত। ইয়াবা সেবনের টাকা জোগাতে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর ছাবিক পলাতক আছে। পুলিশ ছাবিকের দুই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমএ

চুরি শান্তিনগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর