Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে সোনার বারসহ আটক ওমান ফেরত যাত্রী, ইউএস-বাংলার গাড়িচালক


৩১ জুলাই ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৭:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: এবার বত্রিশটি সোনার বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস। চোরাচালানের এই স্বর্ণবারগুলো নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা পৌঁছালে কাস্টমসের হাতে ধরা পড়েন তিনি ।

ল্যান্ডিং জোন থেকে ইউএস-বাংলার ভিআইপি গাড়িতে করে ইন্টারন্যাশনাল অ্যারাইভালে  যাওয়ার সময়ই পথ রোধ করে মহসিন চৌধুরীকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে গাড়ির চালকের পাদানির কাছে কালো টেপে মোড়া ৩২টি স্বর্ণবার পান কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় গাড়ির চালক মো. আরিফুজ্জামান পলাশ (৩৩) কেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। ইউএস-বাংলার ভিআইপি গাড়িটিও জব্দ করেছে কাস্টম হাউস।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। এ ঘটনায় একই সঙ্গে কাস্টমস আইন (১৯৬৯) এবং বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে’বলে জানিয়েছেন তিনি।

অথেলো চৌধুরী সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ওমান থেকে চট্রগ্রাম হয়ে আসা ফ্লাইটটি যাত্রী নামানোর জন্য ২১ নম্বর বে-তে পার্ক করে। সেখান থেকেই ফ্লাইটটির বিজনেস ক্লাসের যাত্রী হাসান মোহাম্মদকে ইউএস-বাংলার ভিআইপি গাড়িতে করে ইন্টারন্যাশনাল অ্যারাইভালে নিয়ে যাওয়া হচ্ছিলো। গাড়িচালক ছিলেন আরিফুজ্জামান পলাশ।

পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে যাত্রী ও চালক উভয়ই সোনার বিষয়টি অস্বীকার করেন। কিন্তু তল্লাশি করে গাড়ির ভেতরে চালকের পাদানির কাছে কালো টেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার পাওয়া যায়।

বিজ্ঞাপন

‘আমরা ওই যাত্রী ও চালক উভয়কেই আটক করেছি,’ বলেন অথেলো চৌধুরী।

এ বিষয়ে ইউএস-বাংলার ব্যবস্থাপক কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, জব্দ করা গাড়িটি আমাদের। বিজনেস ক্লাসের যাত্রীদের ভিআইপি কারে টার্মিনালে পৌঁছানো নিয়মিত ব্যবস্থা। ইউএসবাংলা সেটাই করেছে।

তবে, যেহেতু এ ঘটনায় ইমিগ্রেশন কাস্টম তদন্ত করছে তাই আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি, বলেন কামরুল।

৩২টি সোনার বারের ওজন ৩ কেজি ৭১২ গ্রাম বলেও জানান অথেলো চৌধুরী।

সারাবাংলা/জেএ/জেএএম

বিজ্ঞাপন

তামিম এত রাগ করেন কেনো?
১৭ জানুয়ারি ২০২৫ ২০:১৭

আরো

সম্পর্কিত খবর