Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক পরিবহন ফেডারেশনে নৌমন্ত্রীর নেতৃত্ব অবৈধ: শ্রমিক লীগ


৩১ জুলাই ২০১৮ ১৫:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অবৈধভাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনটিও অবৈধ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী।

মঙ্গলবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

মো. ইনসুর আলী বলেন, ‘নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’ একটি অবৈধ সংগঠন। ২০০৬, ২০১৩ ও ২০১৫ সালের শ্রম আইন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, একটি ট্রেড ইউনিয়নে প্রতি ২ বছর পরপর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি নির্বাচিত করার কথা। অথচ নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন সংগঠনটি তা করেনি।’

ওই সংগঠন অবৈধ এবং ওই সংগঠনের নেতারাও অবৈধ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দীর্ঘ ৮ বছর ধরে অবৈধভাবে ওই সংগঠনটি চালাচ্ছে। সংগঠনটিতে আওয়ামী লীগের মাত্র দুইজন প্রতিনিধি রয়েছে। বাকিরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাসদ ও সিপিবির প্রতিনিধিদের নিয়ে গঠিত।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে নিবন্ধিত ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭০টি পরিবহন থেকে তথাকথিত শ্রমিক নেতাদের নামে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় চলছে। ঢাকার ৪টি বাস টার্মিনালের ১ হাজার গণপরিবহন রয়েছে। ঢাকা মহানগরের আশেপাশে চলাচল করা প্রায় ৫ হাজার গণপরিবহন ও ঢাকা অভ্যন্তরে ৫০০ হিউম্যান হলার থেকে কমপক্ষে ৭০০ টাকা হারে দৈনিক আনুমানিক দেড় কোটি টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে তথাকথিত শ্রমিক নেতাদের আঙুল ফুলে কলাগাছে রূপান্তরিত হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং এই খাতের চাঁদাবাজি বন্ধে ১২ দফা দাবি পেশ করা হয়।

দাবিগুলোর মধ্যে আছে—বিধি অনুযায়ী পরিবহন খাতের শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের মাসিক বেতন কমপক্ষে ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।

২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী, বাস-ট্রাক শ্রমিকদের দৈনিক ৮ কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। অবৈধ চাঁদা আদায়কারীদের আইনের আওতায় আনতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। মেয়াদউত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে। হাইওয়েতে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের জন্য জনকল্যাণ তহবিল বাস্তবায়ন করতে হবে।

প্রেস করফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআইএল/এনএইচ/এমআই

আরও পড়ুন,

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু, প্রশ্ন এড়িয়ে গেলেন নৌমন্ত্রী
‘আমি দুঃখিত ও লজ্জিত’ হাসতে হাসতে বললেন নৌমন্ত্রী
অবরোধে অচল ঢাকা, নৌমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর