Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতরা শাস্তি পাবে: কাদের


৩১ জুলাই ২০১৮ ১৬:০৮

।। স্টাফ রিপোর্টার ।।

ঢাকা: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে। সরকার এতে চুপ করে বসে নেই। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনের ফল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করেছে র‌্যাব। তাদের বিচারের আওতায় আনা হয়েছে। ঘাতক গাড়িও আটক করা হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। ক্যাম্পাসে ফিরে যাও। পড়াশুনায় মনোনিবেশ করো।

এছাড়া, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নৌকার প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সারাবাংলা/এএমএইচ/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর