Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে গেছে শাজাহান খানের উইকিপিডিয়ার ভাষা


৩১ জুলাই ২০১৮ ১৯:০১

।। সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বব্যাপী স্বেচ্ছাশ্রমভিত্তিক তথ্যসেবামূলক উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া। তথ্যভাণ্ডার হিসেবে স্বীকৃত এই বিশ্বকোষে তাবৎ বিষয়ে তথ্য সংরক্ষিত থাকে। বিশ্বের সব দেশেই স্বেচ্ছাশ্রমী একদল আছেন যারা উইকিপিডিয়াতে লিখে এই উন্মুক্ত তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করে থাকেন।

উইকিপিডিয়া সমৃদ্ধ তথ্যভাণ্ডার হলেও নির্ভুল নয়। এই তথ্যের ভাণ্ডারে ভুল আর বিভ্রান্তিমূলক তথ্য থাকার দৃষ্টান্তও রয়েছে ভুরি ভুরি। সাম্প্রতিক সময়ে এমন ট্রেন্ডও চালু হয়েছে, বৈশ্বিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উইকিপিডিয়ার পেইজ খুব বাজেভাবে এডিটের ঘটনাও। এমন ঘটনার দৃষ্টান্ত দেখা গেল বাংলাদেশের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের উইকিপিডিয়ার পাতায়।

সবশেষ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়, বদলে গেছে শাজাহান খানের উইকিপিডিয়ার ভাষা। নৌ-পরিবহন মন্ত্রীর ইংরেজি উইকিপিডিয়ায় নানা অশালীন শব্দ যোগ করা হয়েছে। এডিট ইনফোতে গিয়ে দেখা গেছে মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট ২২ বার শাজাহান খানের উইকিপিডিয়া একাউন্টের ভাষা পরিবর্তন করা হয়েছে।

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর