Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ৯৯২ জন


৩১ জুলাই ২০১৮ ২০:১৯ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ২০:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চলতি বছরের জানুয়ারি থেকে গত ২৮ জুলাই পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৯২ জন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআরে ঢাকা শহরের বর্তমান ডেঙ্গু পরিস্থিতির ওপর একটি পরামর্শমূলক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে বলে আজ মঙ্গলবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইইডিসিআর।

প্রতিষ্ঠানটি জানায়, ওই কর্মশালায় ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২৮ জুলাই পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ৯৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গু জ্বরের চিকিৎসার বিষয়ে বলেন, জ্বর হলেই দেরি না করে চিকিৎসক অথবা কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরামর্শ নিতে হবে। এ ছাড়া, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পানি ও পানি জাতীয় খাবার বেশি গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ, বিশেষ করে ব্যাথানাশক কোনো ওষুধ না খাওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা।

তারা জানান, ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পরও রোগীর অবস্থা অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। সেরকম কিছু হলে চিকিৎসকের কাছে যেতে হবে। আর যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের ডেঙ্গু শক সিনড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকায় দ্রুত চিকিৎসকের পরমার্শ নিতে হবে।

আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তক্ষরণ (যেমন, দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হওয়া, ত্বকের নিচে ফুঁসকুড়ির মতো দেখা দেওয়া, বমির সঙ্গে রক্ত বের হওয়া) হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসকদেরও রোগীদের ব্যবস্থাপনার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কর্মশালায় দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালাটি পরিচালনা করেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট আট জন মারা গেছেন। তাদের সাত জনই নারী-শিশু। সর্বশেষ গত ২৭ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান চিকিৎসক ডা. ফয়সাল বিল্লাহ।

আরও পড়ুন-

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ

ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, মশাবাহিত রোগ বাড়ার শঙ্কা

ঢাকায় ডেঙ্গু রোগী ৬৮০ জন, সচেতনতা হতে বলছে আইইডিসিআর

সারাবাংলা/জেএ/টিআর

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর