Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগরভবনে দুদকের অভিযান


৩১ জুলাই ২০১৮ ২১:২২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায় দুদক।

মঙ্গলবার (৩১ জুলাই) দুদকের উপপরিচালক হেলালউদ্দিন শরীফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

হটলাইনে দেওয়া অভিযোগ প্রসঙ্গে নগরভবনের চিফ রেভিনিউ অফিসার দুদকের ওই দলকে জানায়, লাইসেন্স নবায়নের এ জটিলতা ও হয়রানি দ্রুত নিরসন করা হবে। পেমেন্ট পদ্ধতিও করা হবে অনলাইন নির্ভর। দুদক টিম নগর ভবনে অবস্থিত দুই আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে ঘুষ-দুর্নীতি ও অনিয়মমুক্ত সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

অভিযান পরিচালনা সম্পর্কে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুদক টিম সব ধরনের সরকারি সেবা প্রদান প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে চায়, এ লক্ষ্যেই এ ধরনের নজরদারিমূলক অভিযান চলছে।

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন

তামিম এত রাগ করেন কেনো?
১৭ জানুয়ারি ২০২৫ ২০:১৭

আরো

সম্পর্কিত খবর