Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি নীলদ‌লের সভাপতি জাকা‌রিয়া, সম্পাদক মোস্তফা


৩১ জুলাই ২০১৮ ২২:৪৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জবি: জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ে (জ‌বি) কর্মরত অাওয়ামী অাদ‌র্শের শিক্ষক সংগঠন নীল দ‌লের একাং‌শের সভাপ‌তি হ‌য়ে‌ছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের সহ‌যোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ জুলাই) বি‌কে‌লে নীল দ‌লের দপ্তর থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ক‌মি‌টি‌তে সহসভাপতি হিসে‌বে অাছেন পদার্থ বিজ্ঞান বিভগের অধ্যাপক ড. পরিমল বালা ও বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের আব্দুস সালাম ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মোল্লা, সাংগঠনিক সম্পাদ হি‌সে‌বে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহি, কোষাধ্যক্ষ হি‌সে‌বে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুলাহ মাহফুজ, প্রচার সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রিপন এবং দপ্তর সম্পাদক পদে অা‌ছেন শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের কাজী ফারুক হোসেন।

এ ছাড়া ১৩টি সদস্যপদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুন কুমার গোস্বামী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মোস্তফা, সমাজকর্ম বিভাগের অধ্যাপকড, আনোয়ার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুলাহ আল মাসুদ, দর্শন বিভাগের অধ্যাপক ড. তরিকুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুল কবির, ইতিহাস বিভাগের সাদিদ জাহান সৈকত, অাধু‌নিক ভাষা ই‌নস্টি‌টিউট-এর নিয়াজ আলমগীর, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মেহেদি হাসান সোহান, ফিন্যান্স বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক রাজেশ কুমার ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক চেীধুরী নাসরিন সুলতানা

বিজ্ঞাপন

ক‌মি‌টি বিষ‌য়ে জান‌তে চাই‌লে সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ব‌লেন, জ‌বি ক্যাম্পা‌সে বঙ্গবন্ধুর অাদর্শ‌কে উ‌জ্জ্বি‌বিত রাখতে অামাদের চেষ্টা অব্যাহত অা‌ছে। অাগামী‌তে প্রতি‌টি অনুষ‌দে নীল দ‌লের ক‌মি‌টি দেওয়া হ‌বে।

সারাবাংলা/জেআর/এমআই

জবি নীলদ‌লের সভাপতি জাকা‌রিয়া সম্পাদক মোস্তফা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর