Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে পরিবহন শ্রমিক মারধর, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরুদ্ধ


৩১ জুলাই ২০১৮ ২৩:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: র‌্যাব সদস্যের শাস্তি দাবিতে দিনাজপুরে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে মহাসড়কে আটকা পড়েছে শত শতা যানবাহন।

মঙ্গলবার (৩১ জুলাই) রাত ৮টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর আড়াআড়ি করে বাস রেখে দেয় শ্রমিকরা। একইসঙ্গে তারা র‌্যাব সদস্যের শাস্তি দাবিতে বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক শ্রমিককে মারধর করে র‌্যাব।

সূত্র জানায়, এদিন (মঙ্গলবার) সন্ধ্যায় ফুলাবাড়ী থেকে ছেড়ে আসা শাহ ইউনুস নামে একটি যাত্রীবাহী বাস এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সামনে দাঁড়িয়ে যাত্রী নামায়। এ সময় মোটরসাইকেল নিয়ে টহল দেওয়া র‌্যাবের একটি দল বাসটির চালক ফারুক, সুপারভাইজার শাহীন ও হেলপার মমিনুলকে মারধর করে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী তথ্যের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এবং ওই র‌্যাব সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হচ্ছে। আমরা আশা করছি বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর