Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের দখলে সড়ক


১ আগস্ট ২০১৮ ১১:৪২

। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর উত্তরার বিমানবন্দর থেকে করে জসিম উদ্দিন হয়ে হাউস বিল্ডিং পর্যন্ত সড়কের দুইপাশে শিক্ষার্থীরা দখলে নিয়ে বিক্ষোভ মিছিল করছে।

বুধবার ( ১ আগস্ট) সকাল ১০ টটার দিকে রাজউক স্কুল এন্ড কলেজের কয়েশ শিক্ষার্থী রাস্তায় নামে। পরে বেলা ১১ টার দিকে তাদের সঙ্গে মাইল স্টোন কলেজ, বঙ্গবন্ধু কলেজ, উত্তরা কলেজ, উত্তরা হাই স্কুলসহ বেশ কয়েকটি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসে।

নিরাপদ সড়ক চাই, আমার মায়ের কান্না আর না আর না, আইনে ফাঁসির দণ্ড দিতে হবে এমন অসংখ্য শ্লোগান শিক্ষার্থীদের মুখে মুখে।

সড়ক অবরোধের  কারণে এই  এলাকার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াদ হোসেন বলেন, এত সংখ্যক শিক্ষার্থী আজ রাস্তায় নেমেছে যে পুলিশের কিছুই করার নাই।

এয়ারপোর্ট থানার এসআই বিল্লাল হোসেন বলেন, বিমানবন্দরগামী লোকদের ভোগান্তি চরমে উঠেছে।

রামপুরা থেকে পায়ে হেটে, রিকশায় ,বাসে ভেঙে ভেঙে এসেছেন বিমানবন্দর পর্যন্ত শফিকুল এ্ইসলাম নামের একজন ব্যবসায়ী।  তার গন্তব্য  গাজীপুর।  কিন্তু কোন গণপরিবহণ না পেয়ে শেষ পর্যন্ত তিনি হেঁটেই রওয়ানা হন। তিনি বলেন, কষ্ট হোক তারপরও শিক্ষার্থীদের দাবী পূরণ হোক, হত্যাকারীদের বিচার হোক।

সারাবাংলা/ইউজে/জেডএফ

আরও পড়ুন:

ত্তাল বিমানবন্দর সড়ক: নৌমন্ত্রীর পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের জোর করে বাসে তুলে দিচ্ছে পুলিশ
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান
উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত রাজপথ
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
অবরোধে অচল ঢাকা, নৌমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম
শিক্ষার্থীদের অবরোধে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

উত্তাল উত্তরা নিরাপদ সড়কের দাবী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর