Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই আইন, তোমরা ক্লাসে ফিরে যাও’


১ আগস্ট ২০১৮ ১১:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই সড়ক পরিবহন বিষয়ে নতুন আইন উত্থাপনের পর সরকারের চলতি মেয়াদেই তা পাস করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১ আগস্ট) সকাল ১১টায় বনানীতে সেতুভবনে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক আছে। আইনমন্ত্রীকে ওই বৈঠকেই সড়ক পরিবহন আইন উত্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় আইনটি উত্থাপন করা হলে তা অনুমোদনের পর এই মেয়াদেই জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে তা পাস করা হবে বলে আমরা আশাবাদী।

ওবায়দুল কাদের বলেন, এই আইন পাস হলে সড়কের বিশৃঙ্খলা, দুর্ঘটনা, যানজট নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর ভূমিকা পালন করা যাবে।

আইনটি পাস না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আইন পাস করছি। এটা একটা প্রক্রিয়ার বিষয়। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। তোমরা আন্দোলন বাদ দিয়ে ক্লাসে ফিরে যাও।’

সারাবাংলা/এমএমএইচ/টিআর

ওবায়দুল কাদের সড়ক পরিবহন আইন সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর