জাবালে নূরের লাইসেন্স ও ফিটনেস বাতিল
১ আগস্ট ২০১৮ ১৩:৩১ | আপডেট: ১ আগস্ট ২০১৮ ১৫:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা এলাকায় দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যা করা জাবালে নূর পরিবহনের দুই বাসের নিবন্ধন ও ফিটনেস সনদ বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পৃথক তিন আদেশে জাবালে নূর পরিবহন পরিহন লিমিটেডের ব্যানারে পরিচালিত তিনটি বাসের রেজিস্ট্রশন সাময়িক বাতিল হয়েছে।
বিআরটিএ উপপরিচালক (ইঞ্জিনিয়ার-১) শেখ মো. মাহবুব-ই রাব্বানী সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাবালে নূরের লাইসেন্স ও ফিটনেস সনদ বাতিল করা হয়েছে। এ ছাড়া দুই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সোমবার (৩০ জুলাই) বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শামসুল কবীরের সই করা দুই চিঠিতে বলা হয়, বসিলা থেকে আবদুল্লাহপুর রুটে (রুট নম্বর এ-১৪৮) চলতে গিয়ে ঢাকা-মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর বাস ফুটপাতে উঠে গিয়ে পরিবহনের জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল করিম রাজীব ও দিয়া খানম মীম নামের দুই শিক্ষার্থী নিহত হওয়া ছাড়াও আরও ১০/১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
ওই বাসের চালকদের মাধ্যমে এমন মর্মান্তিক ঘটনার দায়ে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ধারা-৪৩ অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হলো।
একই কর্মকর্তার সই করা আরেক আদেশে ওই পরিবহনের রুট নম্বর এ-১৮৪তে পরিচালিত ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ নম্বর মোটরযানের রেজিস্ট্রশনও সাময়িক বাতিল করা হয়েছে।
এ সম্পর্কে বলা হয়, এই বাসটির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের ১৮ মে। ট্যাক্স টোকেনের মেয়াদ চলতি বছরের মে মাসে, আর রুট পারমিটের মেয়াদ শেষ হয়েছে গত বছরের মে মাসে। তাছাড়া রেজিস্ট্রেশন বাতিল করা এই বাসটিও ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা-৪৩ অনুযায়ী এবং নিয়মিত ফিটনেস হালনাগাদ না করা মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৫২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭ নম্বর গাড়ির রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়ছে।
এ ছাড়াও একই দিনে (সোমবার) বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলমের সই করা অন্য এক আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর গাড়ির রুট পারমিট না থাকায় ও ঢাকা মোট্রো-ব-১১-৭৬৫৭ নম্বর গাড়িটি ফিটনেসবিহীন অবস্থায় চলাচলের দায়ে জাবালে নূর পরিবহন লিমিটেডের অনুকূলে দেওয়া রুট পারমিটের অনুমোদন কেন বাতিল করা হবে না, তার লিখিত জবাব তিন কার্যদিবসের মধ্যে গাড়ির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ জাবালে নূর কর্তৃপক্ষকে বিআরটিএ কার্যালয় ঢাকা বিভাগ মিরপুর-১৩-তে উপস্থিত হওয়ার জন্য আদেশ জারি করা হলো। অন্যথায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় এই আদেশে।
উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহেনের দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মীম ও আব্দুল করিম। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। আজ চতুর্থ দিনের মতো তারা নেমেছে রাস্তায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এরই মধ্যে মধ্যে দুই বাসচালক ও দুই হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এবারে জাবালে নূর পরিবহনের ওই দুই বাসের লাইসেন্স ও ফিটনেস সনদ বাতিল করল বিআরটিএ।
উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের দখলে সড়ক
‘শিগগিরই আইন, তোমরা ক্লাসে ফিরে যাও’
ভেটিং শেষে নথি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে
আজও রাজপথে শিক্ষার্থীরা, গণপরিবহন সংকট
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন আগামী সপ্তাহেই
সারাবাংলার/এইচএ/এসএইচ/টিআর