আকাশের ঠিকানায় বিএনপির উকিল নোটিশ : হাছান
২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:২৫
স্টাফ করেসপন্ডেন্ট
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিকানায় নয়, আকাশের ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছে বিএনপি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার দুর্নীতির অর্থ ফেরত আনাসহ শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরও বলেন, বিএনপির নেতা নাকি উকিল নোটিশ পাঠিয়েছে। তারা কোথায় উকিল নোটিশ পাঠিয়েছে? মির্জা ফখরুল শুধুমাত্র সংবাদ সম্মেলন করে উকিল নোটিশটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন? তারা এই উকিল নোটিশ মনে হয় আকাশের ঠিকানায় পাঠিয়েছে।
খালেদা জিয়া আদালতকে হেনস্তা করছে দাবি করে তিনি বলেন, আদলত ক্রমাগতভাবে খালেদা জিয়ার দ্বারা হেনস্তার স্বীকার হচ্ছে। তিনি যে দিনই আদালতে যান সেই দিনই তাদের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, মামলার তারিখের দিন গাড়ি ভাঙচুর করে। তারা আঁচ করতে পেরেছেন খালেদার শাস্তি হতে পারে। তাই খালেদা পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছে এসব কাজ করার জন্য।
বিএনপিকে হুশিয়ারি দিয়ে হাছান বলেন, দেশে যদি আর পেট্রোল বোমা মারা হয় তাহলে উচিত জবাব দেওয়া হবে। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে শক্ত হাতে দেশের জনগণকে সাথে নিয়ে দমন করা হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, সরকারের সাথে বিএনপির কারা কারা যোগাযোগ করছে তা বের করতে নাকি খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাই। তবে খালেদা জিয়াকে বলব, লোম বাছতে গিয়ে কম্বলটা যেন হারিয়ে না যায়।
আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান তিনি ।
এসময় মানববন্ধন এ উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
সারাবাংলা/এমএমএইচ/এমএ