Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের অবস্থা খুব খারাপ, শিক্ষার্থীদের বাণিজ্যমন্ত্রী


১ আগস্ট ২০১৮ ২০:১০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের অবস্থা ‘খুব খারাপ’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (১ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথোপকোথনের এক পর্যায়ে প্রবীণ এই রাজনীতিবিদ এ কথা বলেন।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে কুর্মিটোলা এলাকায় দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ায় রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। আজ বুধবার টানা চতুর্থ দিনেও রাজপথে ছিল স্কুল-কলেজের এসব শিক্ষার্থী। এর মধ্যে দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ে অর্থ ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ফিরছিলেন তোফায়েল আহমেদ। তিনি বাংলামোটরের পথে রওয়ানা হয়ে উল্টো পথে শাহবাগ পৌঁছালে শিক্ষার্থীরা মন্ত্রীর গাড়ি আটকে দেয়।

গাড়ি আটকে শিক্ষার্থীরা চিৎকার বলতে থাকে, ‘আইন সবার জন্য সমান।’ তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেও বারবার স্লোগান দিতে থাকে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা যায়, এক শিক্ষার্থী তোফায়েল আহমেদের কাছে গিয়ে বলে, ‘স্যার, একটা কথা বলি। স্যার। একটু আগে একটা গাড়িতে কোনো লাইসেন্স ছিল না। কিন্তু ওইখানে আমরা পুলিশকে বলেছি যে স্যার আপনি একটু দ্যাখেন। উনি টাকা খেয়ে গাড়িটা ছেড়ে দিছে। বাংলাদেশের পুলিশের এই অবস্থা ক্যান স্যার?’

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খুব খারাপ, খুব খারাপ।’

এক শিক্ষার্থী পাশ থেকে বলে ওঠে, ‘স্যার, আপনি বঙ্গবন্ধুর আমলের ছাত্রলীগার ছিলেন। স্যার আপনি বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের সময় ছিলেন স্যার। আমরা চাই আপনি সুষ্ঠু একটা রায় দিবেন।’

বিজ্ঞাপন

তোফায়েল আহমেদ : ‘আমার আর বলার কিছু নেই।’

শিক্ষার্থী : ‘স্যার, একটা রিকোয়েস্ট করি স্যার। এটা রং সাইড স্যার। এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। উই নো দ্যাট রাইট? এটা হচ্ছে এদিক দিয়ে যাওয়ার পথ। ওইদিক দিয়ে আসার পথ না স্যার। উই রিকোয়েস্ট ইউ প্লিজ গো ব্যাক। টেক আ রাইট ট্র্যাক।’

এই পর্যায়ে নিজের গাড়ির চালককে গাড়ি ঘুরিয়ে নিতে বলেন মন্ত্রী।

এতে উপস্থিত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে এবং মন্ত্রীকে ধন্যবাদ দিতে থাকে।

এ সময় মন্ত্রী বলেন, ‘আমি তোমাদের এইটার জন্য আসছি। আমি রং সাইডে যাইনি। তোমাদের জন্য আমি নামছি গাড়ি থেকে। তোমাদের সাথে কথা বলার জন্য নামছি। নাহলে তো আমি আসতাম না।’

এর জবাবে এক শিক্ষার্থী বলে, ‘আমরা বুঝতে পেরেছি স্যার। থ্যাংকিউ সো মাচ ফর কামিং। আমরা অ্যাপ্রিশিয়েট করি। কাইন্ডলি গো ব্যাক প্লিজ।’

আরেক শিক্ষার্থী পাশ থেকে জানায়, প্রয়োজনে সঠিক পথটি তারা মন্ত্রীর গাড়ির জন্য সুগম করে দেবে। তবু উল্টো পথে যেতে দেবে না।

আরো পড়ুন : উল্টো পথে আসা বাণিজ্যমন্ত্রীর গাড়ি ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

সারাবাংলা/এসএমএন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর