দেশে বাল্য বিয়ের হার ৫৯ শতাংশ
১ আগস্ট ২০১৮ ২১:৩৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: “দেশে বাল্য বিয়ের হার ৫৯ শতাংশ। পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস এবং কিশোরী মায়েদের সন্তান জন্মদানের হার কমাতে হলে বাল্য বিবাহ শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে।”
বুধবার (১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ত্রিপক্ষীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন বক্তারা। মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদফতর এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে ইউএনএফপিএ।
পরিকল্পনা সেবার উন্নয়নে দেশে প্রথবারের মতো সরকার, উন্নয়ন সহযোগী এবং এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জিএম সালেহ উদ্দিন।
বক্তব্য রাখেন অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, ইউএনএফপিএ’র রিজিওনাল হেড ড. ভিনিত শর্মা।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে সরকার শিগগিরি ১০ হাজার কর্মী নিয়োগ করতে যাচ্ছে। দেশে বর্তমানে প্রাতিষ্ঠানিক জন্ম হার মাত্র ৪০ ভাগ। এসডিজি অর্জণ করতে হলে এই হার কমপক্ষে ৭০ ভাগে উন্নিত করতে হবে।
বক্তারা প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ভিয়েতনাম, ফিলিপাইন এবং আরো অনেক দেশে জন্ম নিয়ন্ত্রণে নারীরা প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে থাকেন। কিন্তু আমাদের দেশে এই হার মাত্র ৮ ভাগ।
বক্তারা জানান, দু’দিনর এই কর্মশালায় পরিবার পরিকল্পনা সেবার মান এবং প্রাপ্তি নিয়ে পরিপূর্ণ আলোচনা হবে। কর্মশালায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে অপারেশনাল প্লানে যুক্ত করা হবে।
কর্মশালায় প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বারাকাত ই খোদা, অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম, হোসাইন জিল্লুর রহমান, ড. ওবাইদুর রব, অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী এবং অধ্যাপক ড. আবু জামিল ফয়সাল।
সারাবাংলা/জেএ/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook