Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৯ আগস্ট থেকে সুদের হার এক অংকে কার্যকর করা বাধ্যতামূলক’


২ আগস্ট ২০১৮ ১৫:০০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ৯ আগস্ট থেকে সুদের হার সিঙ্গেল ডিজিটে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। ৯ আগস্ট থেকে তফসিলি ব্যাংক সুদের হার ৯ শতাংশ ও আমানতের সুদের ৬ শতাংশের বেশি নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ব্যাংক মালিক ও এমডিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

নতুন নির্দেশনা কেউ অমান্য করলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণে এই সুদের হার কার্যকর হবে না। অর্থাৎ তারা এই নিয়মের বাইরে থাকবে বলেও জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরো বলেন, সঞ্চয়পত্রের সুদের হার বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। অাগামী ৮ আগস্ট সঞ্চয়পত্র সুদের হার সমন্বয় করা হবে। এছাড়া, ব্যাংকে কোনো তারল্য সংকট নেই বলেও জানান তিনি।

অন্যদিকে, এবিবির চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, অনেক ব্যাংক ১ জুলাই থেকেই সিঙ্গেল ডিজিট সুদ কার্যকর করেছে। কিন্তু ৯ আগস্ট থেকে এটি সব ব্যাংকের জন্য বাধ্যতামূলক। এ নিয়ে আর কোনো কথা চলবে না।

সারাবাংলা/জেজে/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর