Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের কাছে গেলে আমার দোষ হতো: ইলিয়াস কাঞ্চন


২ আগস্ট ২০১৮ ১৬:০৯

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: রাজপথে থাকা শিক্ষার্থীদের কাছে গিয়ে সংহতি না জানানো প্রসঙ্গে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি অনেকদিন ধরে আন্দোলন করছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি আবেগ নিয়ে কাজ করি না। এর আগেও গণজাগরণ মঞ্চ দেখেছি। এখন গণজাগরণ মঞ্চ কোথায়? কোটা আন্দোলনটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে?’

‘শিক্ষার্থীরা রাজপথে যাওয়ার পরই যদি আমি ওখানে যেতাম তাহলে বলা হতো ইলিয়াস কাঞ্চনের উসকানিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে।’

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে বিবিসি বাংলার ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের প্রতিবাদ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ২৫ বছর ধরে আন্দোলন করছি। শিক্ষার্থীরা যেটা করছে তারা অত্যন্ত প্রশংসিত কাজ করেছে। এতদিন আমার যে চাওয়া ছিল তা পূরণ হয়েছে।’

‘আমি জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার মানববন্ধন করব। সেখানে আন্দোলনকারীদের কী করতে হবে, তাদের করণীয় কী এ সব বিষয়ে নির্দেশনা দেব’ বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর