Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেটের চালান আটক


২ আগস্ট ২০১৮ ১৮:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে আনা অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যক্তিগত পণ্য ঘোষণা দিয়ে আনা হয় এসব সিগারেট।

বৃহস্পতিবার (২ আগস্ট) চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান চালানটি আটকের কথা জানিয়েছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, কলম্বো থেকে আনা ৫০ লাখ ৯১ হাজার টাকার বিদেশি সিগারেটের চালানটি গত ১৮ জুন চট্টগ্রাম বন্দরে আসে। হবিগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে মিজান ব্যক্তিগত ব্যবহৃত পণ্য ঘোষণা দিয়ে চালানটি আমাদানি করে। গোপন সংবাদের চালানটি কায়িক পরীক্ষা করে মিথ্যা ঘোষণায় পণ্য আনার প্রমাণ পায় কাস্টম কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. নুর উদ্দিন মিলন সারাবাংলাকে জানান, বিভিন ব্রান্ডের ৩ লাখ ৩৯ হাজার ৪০০ শলাকা সিগারেট আনা হয়েছে। এর মধ্যে ডানহিল ২ লাখ ৮৮ হাজার শলাকা, থ্রি জিরো থ্রি ৩১ হাজার ৪০০ শলাকা এবং ‘ইজি’ ২০ হাজার স্টিক রয়েছে।

এর আগে গত ৬ মে ৬৬ লাখ ৯৪ হাজার শলাকা এবং ২৮ এপ্রিল ৭৫ লাখ শলাকা বিদেশি সিগারেট আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর